চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল ঘোষণা
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারতের পর পঞ্চম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে রশিদ খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। আফগানদের বিশ্বকাপ দলে বড় চমক মোহাম্মদ ইশাক ও নাঙ্গিয়াল খারোতি।
২০ বছর বয়সী অলরাউন্ডার খারোতি আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে ৫.৯০ ইকোনমি রেটে ৫ উইকেট শিকার করেছিলেন। আর এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইশাককে মূলত রহমানউল্লাহ গুরবাজের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের ১৫ সদস্যের দলে ছয় জন অলরাউন্ডার রেখেছে। তারা হলেন- মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, করিম জানাত, খারোতি এবং রশিদ খান। এদের মধ্যে তিনজন পেস বোলিং অলরাউন্ডার আর তিনজন স্পিন অলরাউন্ডার।
১ মের মধ্যে বাকি দলগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ২৫ মের মধ্যে দলে পরিবর্তন করার সুযোগ পাবে। ৩ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ আসর। আফগানিস্তান অবস্তান করছে গ্রুপ সি-তে। উগান্ডা ছাড়াও তাদের প্রতিপক্ষ রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।
আফগানিস্তান বিশ্বকাপের ১৫ সদস্যের দল : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব উর রহমান, নূর আহমদ, নবিন-উল হক, ফজল হক ফারুকী ও ফরিদ আহমেদ মালিক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


