চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলীয়ান ফুটবলার সিলভা
দীর্ঘ চার বছরের ক্যারিয়ারে চলতি মৌসুম শেষে চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো এমিলিয়ানো দা সিলভা। এবারের গ্রীষ্মের পরেই ৩৯ বছর বয়সী এই তারকার সঙ্গে চেলসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
সিলভা চেলসিতে যোগ দিয়েছিলেন ২০২০ সালের আগস্টে। এ পর্যন্ত ব্লুজদের জার্সিতে খেলেছেন ১৫১টি ম্যাচ। চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপ।
জানা গেছে, জন্মভূমি ব্রাজিলের কোন ক্লাবেই ফিরবেন সিলভা। তবে এর মধ্যে ফ্লুমিনেন্সের আগ্রহের কথা শোনা গেছে। এছাড়া মেজর লিগ সকার ও সিরি-এ ক্লাব এসি মিলানের সাথে তার আলোচনার গুঞ্জন রয়েছে।
ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক আবেগী বার্তা থিয়াগো বলেছেন, চেলসিতে একে একে চার বছর কাটিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র আমার একার নয়, পরিবারের কাছেও প্রিয় একটি জায়গা। আমার ছেলেরাও চেলসির হয়ে খেলে। আমি এই ক্লাব নিয়ে গর্ববোধ করি। আমি চাই আমার ছেলেরা এই ক্লাবের হয়ে তাদের ক্যারিয়ার গড়ে তুলবে। অনেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে চেলসির মত একটি ক্লাবে খেলার। সূত্র: চ্যানেল২৪
তিনি আরো বলেন, আমি মনে করি এখানে গত চার বছরে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এর অর্থ এই নয় যে এখানেই আমার সাথে চেলসির সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আশা করছি আমার জন্য এখানকার দরজা উন্মুক্ত থাকবে। অদূর ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় আমি যেন আবারও এখানে আসতে পারি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


