নিজেকে টপকে যেতে বুধবার মোস্তাফিজের দরকার ৪ উইকেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমান সেরা পারফরম্যান্স করেছিলেন ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। যেটা যেকোনো পেসারের জন্যই স্বপ্নের। ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ বেশ কার্যকর। 

৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশের এই পেসার। উইকেটের হিসাবে চলমান আসরে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ রয়েছে টাইগার পেসারের সমানে।

বুধবার (১ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের আইপিএলের শেষ ম্যাচ। চেন্নাইয়ের হয়ে এই পেসারকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৬ সালের পর ১৭ উইকেট ছুঁতে এবার মোস্তাফিজের প্রয়োজন মাত্র ৩ উইকেট। এবং নিজেকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ৪ উইকেট।

কাজটা মোস্তাফিজের জন্য কঠিন। কারণ, এক ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেট ৩-৪ উইকেট নেওয়া বেশ কঠিন। কিন্তু খেলাটা চেন্নাইয়ে হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মোস্তাফিজ। এবারের মৌসুমে ৫ ম্যাচ খেলে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ১১ উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ ম্যাচেও উইকেট নিয়েছেন ২টি। 

এবারের মৌসুমে মোস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, মোস্তাফিজ অসাধারণ করছে। ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও। এখানের (চেন্নাই) উইকেটে অনেক গতি ছিল, শিশির তো আছেই। ও যেভাবে মানিয়ে নিয়েছে তা দুর্দান্ত। আমরা জানি, আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্ব সবার আগে। কিন্তু আমাদের দলে ও দারুণ এক সংযোজন ছিল।

মোস্তাফিজ শেষ ম্যাচে উইকেট না পেলে এটি হবে উইকেটের হিসাবে যৌথভাবে তার দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news