হকি লিগ কাপ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব আলী
সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুণ মিডফিল্ডার মো. তৈয়ব আলী। দেশের ঐতিহ্যবাহী ঊষা ক্রীড়া চক্রের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। এই লিগে তৈয়ব গোল করেছেন ৬টি।
সেরা পারফরম্যান্সের পুরস্কার বুধবার হাতে-নাতে পেলেন নাটোর জেলার সিংড়া উপজেলার ধরাইলের ছেলে তৈয়ব। আগামী ১৩ জুন থেকে ২৩ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। আন্তর্জাতিক এই আসর সামনে রেখে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। যেখানে মিডফিল্ডার রয়েছেন ৮ জন। সেই তালিকায় রয়েছেন তৈয়ব।
প্রথমবার বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পেয়ে আনন্দিত হরে তৈয়ব বলেন, লিগে আমি যথেষ্ট পরিশ্রম করেছি। ঊষার জার্সিতে ভালো খেলার চেষ্টা করেছি। আমি মনে করি সেই চেষ্টায় আমি শতভাগ সফল। তা না হলে জাতীয় বয়সভিত্তিক দলে আমাকে ডাকা হতো না। আমি এখন ৩৪ জনের দলে আছি। এবার আমার লক্ষ্য সেরা ১৮-তে জায়গা করে নেওয়া। আশাকরি সেটা আমি পারব।
২০১৯ সাল থেকে হকির সঙ্গে তৈয়বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে নাটোরের প্রসিদ্ধ কোচ কামাল মাস্টারের অধীনে অনুশীলন করতেন। আপন বড় ভাই আইয়ূব আলীকে দেখেই মূলত হকিতে আসা তৈয়বের। বড় ভাই ছাড়াও নাটোরের হকি-বান্ধব পরিবেশ এই খেলার প্রতি তৈয়বকে আরো বেশি আকৃষ্ট করে। হকির জনপ্রিয় কোচ আলমগীর আলমের হাত ধরে নাটোর থেকে বিকেএসপিতে পা রাখেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


