টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের ভেন্যুর পিচ বসছে
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। তবে টুর্নামেন্টের শুরুর এক মাস বাকি থাকলেও এখনো প্রস্তুত হয়নি ভেন্যু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সেই মাঠে পিচ বসানো কাজ শুরু হয়েছে।
বুধবার (১ মে) আইসিসি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, ফ্লোরিডা থেকে ১০টি পিচ নিউ ইয়র্কের এই ভেন্যুতে চলে এসেছে। যার মধ্যে মাঠের মাঝে চারটি পিচ বসবে। বাকি ছয়টি পিচ আশপাশের মাঠে পাঠানো হবে।
অ্যাডিলেড ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়ান হাফ পিচগুলো তৈরির তত্ত্বাবধানে আছেন। তিনি বলেছেন, সব কিছু পরিকল্পনার মধ্যে চলছে। পিচগুলো সত্যিই ভালো অবস্থায় আছে। আমরা আশা করি, আমরা ভালো টি-টোয়েন্টি পিচ পেয়েছি, যা ভালো গতি, ভালো বাউন্স এবং শটসগুলো মূল্যায়ন করবে।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার (আইসিসি) পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার নিজস্ব তাহুমা ৩১ বারমুডা ঘাসে তৈরি করা হয়েছে এসব পিচ।
৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে জুনের ৩ তারিখ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এই মাঠের। বিশ্বকাপের ২০ দলের মাঝে ৯ দলই এই মাঠে খেলবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


