রোনালদোর জোড়া গোল, আল খালিজকে হারিয়ে কিংস কাপের ফাইনালে আল নাসর

দীর্ঘ চার বছর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠার খরা কাটালো সৌদির ক্লাব আল নাসর। বুধবার (১ মে) রাতে রিয়াদে কিংস কাপের সেমিফাইনালে আল খালিজের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় পায় সিআর সেভেনের দল।

ম্যাচের ১৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক। বল আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়। এরপর ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুজে পায়।

ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি স্পট থেকে কিক নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ফলে ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে আল নাসর। সূত্র: যমুনা

বিরতির পর ৫৭তম মিনিটে সতীর্থের বল পেয়ে গোলমুখে শট নেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী তারকা। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে আর কোনো ভুল করেননি তিনি। শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমায় আল খালিজের।

আল নাসর ছয় শিরোপার সবশেষটি জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। সবশেষ ফাইনাল খেলেছিল তারা ২০১৯-২০ মৌসুমে। সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news