পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ভাগ্য বদলাতে পারলো না। বুধবার (১ মে) কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে ১-০ গোলের স্বস্তির জয়ে ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেলো ডর্টমুন্ড।

ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ডর্টমুন্ডের। পিএসজির বল দখলে নিতে অনেক লড়াই করতে হচ্ছিল। ধীরে ধীরে অবশ্য গুছিয়ে উঠে তারা। কিন্তু সুযোগ তৈরির কথা এলে ডর্টমুন্ডই এগিয়ে থেকেছে।

১১তম মিনিটে দেম্বেলে নিচু শট নিলেও সেটা চলে যায় লক্ষ্যের বাইরে দিয়ে। তবে ৩৬তম মিনিটে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ডর্টমুন্ডের নিকলাস ফুলক্রুগ। ওপর দিয়ে আসা লং বল পেয়েই বক্সে ঢুকে পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মার বাম প্রান্ত দিয়ে দারুণ ফিনিসিংয়ে জালে বল জড়ান তিনি।

বিরতির পর পিএসজির খেলায় ধার বাড়ে। ৫১ মিনিটে দুবার সুবর্ণ সুযোগ ছিল তাদের। দুবারই তাদের পথে বাধা হয়ে দাড়ায় পোস্ট। একবার শট নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, ফিরতি বলে আশরাফ হাকিমি। খেলার  দশ মিনিট বাকি থাকতে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ওসমান দেম্বেলেও। তার শট চলে যায় বারের ওপর দিয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news