সিরিজে হার এড়াতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রান ও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। আজ হারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুলবে হারমানপ্রীত কৌরের দল। অন্য দিকে টাইগ্রেসরা জিতলে ব্যবধান কমবে।

এমন হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিগার সুলতান জ্যোতিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। খেলা শুরু হবে বিকেল ৪ টায়। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিরা। দলে জায়গা পেয়েছেন শরিফা খাতুন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news