চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে আত্মবিশ্বাসী পিএসজি কোচ
ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ইদুনা পার্কে হারতে হয়েছে পিএসজিকে। হারলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী দলের কোচ লুইস এনরিকে। ঘরের মাঠে দ্বিতীয় লেগে জিতেই লক্ষ্য পূরণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন এই স্প্যানিশ কোচ।
বুধবার রাতে সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে পিএসজি। আগামী মঙ্গলবার পার্ক দি প্রিন্সেসে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে দলদুটি। সেই ম্যাচ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী এনরিকে।
তিনি বলেন, আমি নিশ্চিত আমরা যোগ্যতা অর্জন করবো। ঘরের মাঠে আমরা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে খেলবো। এই মৌসুমে এই প্রথম আমরা ঘরের মাঠে আমাদের দ্বিতীয় লেগ খেলবো। আমাদের হারানোর কিছু নেই এবং আমরা কাক্সিক্ষত ফলাফল পাবো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


