আগেই মিষ্টি কিনেন বাবা, বিশ্বকাপ দলে সুযোগ পেলো না ছেলে

ভারতীয় ক্রিকেটমহলের অনেকেই নিশ্চিত ছিলেন যে, আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে রিঙ্কু সিংয়ের টিকিট নিশ্চিত। তাকে নিয়েই হবে দল। গত মঙ্গলবার দুপুরে যখন জাতীয় দলের নির্বাচকরা বিশ্বকাপের দল ঘোষণা করলেন, তা দেখে অনেকেই চমকে গিয়েছেন। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি রিঙ্কুর।

দেশের জার্সিতে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭৬.২৩-এর স্ট্রাইক রেটে ৩৫৬ রান করা রিঙ্কুর গড় ৮৯.০০। রিঙ্কু রয়েছেন রিজার্ভে। মূল স্কোয়াডে এসেছেন সিএসকে স্টার শিবম দুবে। রিঙ্কু যে প্রথম পনেরোতে থাকবেন না, তা ভাবতেও পারেননি তার বাবা খানচন্দ্র সিং। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাড়িতে আগাম উদযাপনের আয়োজন করে ফেলেছিলেন তারা। কিন্তু দল ঘোষণার পর শোকে ভেঙে পড়েছেন তারা।

এক সাক্ষাৎকারে খানচন্দ্র সিং বলেন, রিঙ্কু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবে বলে আমাদের অনেক প্রত্যাশা ছিল। জানেন বাড়িতে বাজি ও মিষ্টি কিনে এনে রেখেছিলাম। ভেবেছিলাম যে ও প্রথম একাদশে থাকবে। রিঙ্কুর হৃদয় তো ভেঙেছেই, সঙ্গে আমাদেরও। মাকে ও ফোন করে বলেছে যে, ওকে এগারো বা পনেরোর মধ্যে রাখা হয়নি। তবে ওর মনের মধ্যে কী চলছে তা ও বলেছে।

কেকেআরের অফিসিয়াল ইউটিউব পেজে রিঙ্কুর একটি সাক্ষাৎকার রয়েছে। সেখানে তিনি বলেছিলেন যে, একটা সময়ে চোটের জন্য খেলতে পারছিলেন না তিনি। যা দেখে তার বাবা ২-৩ দিন কিছু খাননি। সেই সময় রিঙ্কুই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে ছেলে। রিঙ্কুর বাবা একসময় বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারও ডেলিভারি করেছেন, সংসার টানার জন্য।

 সাম্প্রতিক ভারতীয় ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যে যে নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু। কেকেআরেরনায়ক সাদা বলের ক্রিকেটে পাঁচ এবং ছয় নম্বর জায়গায় আগামীর তারকা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news