ভারতকে ১১৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ নারী দল
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজের ঘুরে দাড়ানো ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলায় ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে নিগার সুলতানা জ্যোতিরা। টাইগ্রেসদের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন ওপেনার দিলারা আক্তার।
বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। এই ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজের ট্রফি ঘরে তুলবে হারমানপ্রীত কৌরের দল।
ম্যাচের শুরুতে দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ নারী দল। তবে আরেক ওপেনার মুরশিদা খাতুন ধীরগতির ইনিংস খেলেন। ১৬ বলে ৯ রান করে রান আউটে কাটা পড়েন। এরপর দলের হাল ধরতে চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাট থেকে ২৮ রান আসলেও খরচা করেছেন ৩৬ বল। একটু নড়েচড়ে খেললে হয়তো ইনিংস আরেকটু লম্বা করতে পারতো স্বাগতিকরা।
নিগার আউট হলে পরের ব্যাটার গুলো আসা যাওয়ার মাধ্যমে খেলা শেষ করেন। সুবহানা মোস্তারি ২০ বলে ১৫, রিতু মনি ৮ রান ও রাবেয়া খাতুন ৭ রানে অপরাজিত ছিলেন।
ভারতের হয়ে রাধা যাদব ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া শ্রীয়াঙ্কা পাতিল, রানুকা সিং ও পূজা ভস্ট্রাকার একটি করে উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


