মেসি-সুয়ারেজের ঝলকে রেড বুলসকে ৬-২ গোলে হারালো ইন্টার মায়ামি
ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে রেড বুলসের মুখোমুখি হয়েছিলো ইন্টার মায়ামি। রোববার (৫ মে) সফরকারীকে ৬-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল মায়ামি। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ। তবে দর্শকদের নজর ছিলো এলএম টেনের দিকে। মেসি একটি গোল করলেও অ্যাসিস্ট করেছেন পাঁচটিতে।
এদিন মেসির একমাত্র গোলে সহায়তা করেছেন সুয়ারেজ। অন্যদিকে সুয়ারেজের সবগুলো গোলের পেছনের কারিগর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসি। এতে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ রেড বুলস।
ম্যাচে ৩০তম মিনিটে দান্তের গোলে এগিয়ে যায় রেড বুলস। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ঝড় বইয়ে দেন মেসি-সুয়ারেজ জুটি। তাদের সঙ্গে যোগ দিয়ে জোড়া গোল করেছেন মাতিয়াস রোজাস।
ম্যাচের ৪৮তম মিনিটে গোল শোধ করেন মাতিয়াস। ৫০তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মেসি। ৬২ মিনিটে মাতিয়াসের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এরপর দৃশ্যপটে আসেন সুয়ারেজ। সূত্র: গোল ডট কম
৬৮, ৭৫ ও ৮১ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তিনটি গোলেরই অ্যাসিস্ট করেন মেসি। নিজের দিনে কতটা বিধ্বংসী সেটিই আরেকবার প্রমাণ করলেন সুয়ারেজ। দলকে এনে দিলেন বড় জয়। শেষ দিকে (৯০+৭) সফরকারীদের হয়ে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ফোর্সবার্গ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


