নারী বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশে ৩ অক্টোবর শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রোববার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। ১০ দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত হয়েছে। বাকি দুটি দল বাছাইপর্ব খেলে আসবে।
বাংলাদেশ রয়েছে বি গ্রুপে। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব উতরে আসা দল। এই গ্রুপের সবগুলো খেলা হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। এই গ্রুপের সব ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে।
গ্রুপপর্বে প্রতিটি দল ম্যাচ খেলবে চারটি করে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরের রাউন্ডে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর সিলেটে। আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর হোম অব ক্রিকেট মিরপুরে।
এবারের বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ম্যাচ হবে ২৩টি। উদ্বোধনী দিনে ম্যাচ হবে দুটি। বি গ্রুপের এই দুই ম্যাচের একটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব উতরে আসা দ্বিতীয় দলের বিপক্ষে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর। ৯ অক্টোবর তৃতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১২ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


