মাদ্রিদ ওপেনে প্রথমবার শিরোপা জিতলেন ইগা শিয়াতেক
দুর্দান্ত এক ম্যাচে মাদ্রিদ ওপেনে বেলারুশ তারকা আরিয়ানা সাবালাঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার শিরোপায় চুমু আকলেন পোলিশ তারকা ইগা শিয়াতেক। গত বছর স্পেনের রাজধানীতে শিয়াতেককে হারিয়ে উৎসবে মেতেছিলেন সাবালেঙ্কা। এবার মধুর বদলা নিলেন শিয়াতেক।
ম্যাচে তিন ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে ট্রফি ঘরে তুললেন শীর্ষ বাছাই শিয়াতেক। তিনবার ম্যাচ পয়েন্ট বাচিয়ে পোলিশ তারকা ম্যারাথন ফাইনালটা জেতেন ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে। সূত্র: এএফপি
তিনটি সেটেই লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম সেট ৭-৫ গেমে জেতার পর তিনি হেরে বসেন দ্বিতীয়টি। তৃতীয় সেটেও লড়াই হয় সমানতালে। টাইব্রেকারেও দারুণ লড়েছেন দুজন। কিন্তু ৯-৭ গেমে টাইব্রেকারে জিতে মাদ্রিদে শেষ হাসি হেসেছেন শিয়াতেক।
ক্যারিয়ারে এটা শিয়াতেকের ২০তম শিরোপা। ডাব্লিউটিএ ১০০০ সিরিজে নবমবার বিজয় উৎসব করলেন তিনি। ফাইনাল মানেই যেন শিয়াতেকের জয়। নিজের খেলা সবশেষ আটটি ফাইনালেই শেষ হাসি হেসেছেন তিনি।
চলতি মৌসুমে ট্যুর পর্যায়ে সর্বোচ্চ ৩০ জয়ে এলিনা রাইবাকিনার পাশে বসলেন তিনি। ইউরোপিয়ান ক্লেতে ১০০০ ও ৫০০ টুর্নামেন্টের প্রতিটিতে অন্তত একবার করে শিরোপা জেতার নজিরও তাতে গড়েছেন শিয়াতেক। তিনবার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


