জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে আরো একধাপ এগিয়ে যাবে টাইগাররা।
রোববার (৫ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হোসেন হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি উইকেটকিপার, ক্রেইগ এরভিন, ব্রিয়ান বেননেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লিভ মাদানদে, লুক জংগি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাদিওয়ানাসে মারুমানি, এইন্সলেই এন্ডলভু, জোনাথন ক্যাম্পবেল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


