বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
দলীয় ৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। টপ অর্ডার ব্যর্থতায় আরও একবার অলআউটের শঙ্কায় পড়েছিল অধিনায়ক সিকান্দার রাজার দল। সেখান থেকে দলকে উদ্ধার করেন জোনাথন ক্যাম্পবেল। এরপর ব্রায়ান বেনেটও দারুণ ব্যাটিং করেছেন। তাতে লড়াই করার পুঁজি পেয়েছে সফরকারীরা।
রোববার (৫ মে) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন জোনাথন ক্যাম্পবেল। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩৯ রান।
ইনিয়ংসে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ের ওপেনার মারামুনি। মাত্র ২ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় ৩০ রানে আউট হন দলের আরেক ওপেনার গাম্বেল। ৩০ বলে ১৭ রান করেন তিনি। এরপর শুরু হয় জিম্বাবুয়ের উইকেট পতনের মিছিল। ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ করে ৬৬ রান। সেখান থেকে জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেট দলের হাল ধরেন। বেনেট অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে ১৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া রিশাদ হোসেন ২টি, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


