ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ নারী দল
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ নারী দল। ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। বিশ্বকাপ সামনে রেখে অন্তত সিরিজের শেষটা রঙিন করতে চায় তারা।
সেই লক্ষ্যে সোমবার (৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয় করছে টাইগ্রেসরা।
ম্যাচ শুরুর বেশ কিছুক্ষণ আগে কিছুটা বৃষ্টি হয়েছে। তাতে নির্ধারিত সময়ে টস হয়নি। ১৫ মিনিট পিছিয়ে স্থানীয় সময় ৩ টা ৪৫ মিনিটে টস হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


