টি-টোয়েন্টি সিরিজ: জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ। অন্যদিকে সিরিজে ঠেকাতে মরিয়া সফরকারীরা। এই ম্যাচ জিতলে দুই ম্যাচ আগেই সিরিজের শিরোপা ঘরে তুলবে নাজমুল হোসেন শান্তরা।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন দিনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। খেলা শুরু হবে বিকাল ৩টায়।

দুই দলের একাদশেই আছে দুটি করে পরিবর্তন। শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর জায়গায় স্বাগতিক দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। 
 নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হোসেন হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news