ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিলো ক্রিস্টাল প্যালেস

ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন শেষ হয়েছে আগেই। ইউরোপা লীগেও প্রায় একই অবস্থা। পুরো মৌসুম জুড়ে খেলা ম্যানইউয়ের সঙ্গী হয়েছে বেশ কয়েকটি বিব্রতকর হার। তবে এরিক টেন হেগের দলের সবচেয়ে বড় লজ্জা যেন পেলো মৌসুমের শেষে ক্রিস্টাল প্যালসের বিরুদ্ধে।

সোমবার (৬ মে) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডকে  ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। এই হারে লিগের সবশেষ ১০ ম্যাচে চারটিতে হারলো তারা। বাকি ছয় ম্যাচের চারটি ড্র এবং জিতেছে মাত্র দুটি।

ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করে প্যালেস। ১২তম মিনিটে বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলের লিড এনে দেন ফরাসি মিডফিল্ডার ওলিসে। ৪০তম মিনিটে তারই স্বদেশি ফরোয়ার্ড জ্যঁ-ফিলিপে মাতেতার গোলে ব্যবধান দ্বিগুণ করে প্যালেস।

তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার টাইরিক মিচেল ব্যবধান আরও বাড়ালে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। ৬৬তম মিনিটে দারুণ গোলে জয়টা একরকম নিশ্চিতই করে ফেলেন ওলিসে। ডান দিক থেকে বক্সে ঢুকে জোরাল উঁচু শটে গোলটি করেন তিনি।

এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল এরিক টেন হাগের শিষ্যরা। এবারের লিগে ইউনাইটেডের এটা ১৩তম হার। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। 

গত সেপ্টেম্বরে প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল ইউনাইটেড। হারল আবারও। তাদের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে দারুণ এক কীর্তি গড়ল প্যালেস। এবারই প্রথম প্রিমিয়ার লিগের কোনো আসরে প্রতিযোগিতাটির সফলতম দলটির বিপক্ষে দুই লেগেই জিতল প্যালেস। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে প্যালেস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news