এপ্রিলের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন পেসার শাহিন আফ্রিদি
এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করার জন্য তিনজন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আন্তর্জাতিকি ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। এই তালিকায় জায়াগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের অন্যতম পেসার শাহিন শাহ আফ্রিদি। আর দুই ক্রিকেটার হলেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন আফ্রিদি। পাঁচ ম্যাচের সিরিজে শিকার করেছেন ৮ উইকেট। আফ্রিদির নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ম্যাচ জিতে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে পাকিস্তান। এমন পারফরম্যান্সে জায়গা পেলেন মাস সেরার দৌড়ে।
ওয়াসিম গত মাসে এসিসি প্রিমিয়ার কাপে দারুণ ব্যাটিং করেছেন। আসরের ফাইনালে ৫৬ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে আরও তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন চলমান টুর্নামেন্টে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


