দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

 দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে আগেই জিতেছিল বাংলাদেশ। শুধু অপেক্ষায় ছিল সিরিজ নিজেদের করার। টাইগার সেনারা বাকি কাজ সম্পন্ন করলেন সিরিজের তৃতীয় ম্যাচে।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। ফলে ৯ রানে জয় পায় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নামলে শুরুতেই জিম্বাবুয়ের ওপেনার জয় লর্ডকে ফেরান সাইফুদ্দিন। এরপর ১১ বলে ১০ রান করা বেনেটকে আউট করেন তানজিম সাকিব। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সিকান্ডার রাজাও। ৫ বলে ১ রান করে আউট হন তিনি।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৩১ রান করেন মুরামানি। এছাড়া ক্লাইভ মাদান্দে (১১), জোনাথন ক্যাম্পবেল (২১), মাসাকাদজা ১৩ ও ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ আকরাম। তবুও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের।

বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। রিশাদ হোসেন নেন দুই উইকেট। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তানজিন হাসান সাকিব ও তানবির হাসান একটি করে উইকেট পান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ বলে ১২ রান করেন ওপেনার লিটন কুমার দাস। তিনে নেমে ৬ রান করে ফিরেছেন শান্ত। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে ২২ বলে ২১ রান।

৬০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয় ও জাকের। চতুর্থ উইকেটে এই দুইজনে মিলে যোগ করেন ৮৭ রান। ৩৪ বলে টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটি তুলে নেন হৃদয়। আউট হওয়ার আগে ৩৮ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন জাকের আলি অনিক। শেষ দিকে মাহমুদউল্লাহ ৯ ও রিশাদ হোসেন ৬ রানে অপরাজিত ছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news