পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে বরুশিয়ার বিপক্ষে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দ্বিতীয় লেগেও সেই হার বজায় রাখলো তারা। মঙ্গলবার (৭ মে) রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলো ডর্টমুন্ড।

পিএসজির জার্সিতে ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের সামনে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ ছিল। কিন্তু তাকে নিষ্ক্রিয় করে রেখে প্যারিস ক্লাবকে হতাশ করেছে জার্মানরা। দুই লেগে ২-০ ব্যবধানের জয়ে ১১ বছর পর আবার ফাইনালের মঞ্চে ডর্টমুন্ড। এর আগে ২০১৩ সালে ফাইনাল খেলেছিল তারা।
বল দখল থেকে শুরু করে গোলের প্রচেষ্টায় ডর্টমুন্ডের চেয়ে অনেক এগিয়ে ছিল পিএসজি। কিন্তু জালের দেখা পায়নি তারা। বিরতির পর ক্রসবার হতাশায় ভাসিয়েছে তাদের। 

অন্যদিকে ডর্টমুন্ড তিনটি পরিষ্কার সুযোগের একটি কাজে লাগিয়ে জয় আদায় করে নিয়েছে। ম্যাচের ৫০তম মিনিটে জুলিয়ান ব্র্যান্ডটের কর্নার থেকে উড়ে আসা বল হেড করে লক্ষ্যভেদ করেন ম্যাট হামেলস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news