আফিফ-ইমন আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে: আব্দুর রাজ্জাক

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেখানে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন।

এই দুজনের কেউই নির্বাচকদের নজর থেকে আড়াল হচ্ছেন না তা নিশ্চিত করেন নির্বাচক আব্দুর রাজ্জাক। বুধবার (৮ মে) দল ঘোষণার পর তিনি বলেন, সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে যে, ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।

নির্বাচকক রাজ্জাক বলেন, আরেকটা পরিবর্তন হচ্ছে সাকিব ও আফিফের ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল। বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। 

আফিফকে নিয়ে বলেন, আফিফের ক্ষেত্রেও একই জিনিস। যারাই এই দলে আছে সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও দলের কম্বিনেশনের কারণে সবাইকে সবসময় সুযোগ দেওয়া সম্ভব হয় না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news