অভিষেকের বছরেই চেলসির বর্ষসেরা ফুটবলার কোল পালমার

 চলমান মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন ইংলিশ ফুটবলার কোল পালমার। আর অভিষিক্ত বছরটা রাঙালেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করে নিয়েছেন এই তরুণ ফুটবলার। তার ফলস্বরূপ জিতে নিলেন চেলসির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

মঙ্গলবার (৭ মে) স্ট্যামফোর্ড ব্রিজে জমকালো সিএফসি অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে পালমারকে বছরের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি জানায় চেলসি। এছাড়াও ক্লাব সতীর্থদের ভোটে নির্বাচিত হয়েছেন পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড়।

চলতি মৌসুমে নিজেকে চিনিয়েছেন পালমার। ৪৫ ম্যাচে করেছেন ২৬ গোল, তারমধ্যে প্রিমিয়ার লিগে ২১টি। পাশাপাশি অ্যাসিস্ট আছে ১৩টি। শীর্ষ গোলদাতার তালিকায় তার সামনে আছেন কেবল সাবেক সতীর্থ আরলিং হালান্ড। ২৫ গোল নিয়ে শীর্ষে অবস্থান হালান্ডের। 

২২ বছর বয়সী পালমার জায়গা পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলেও। আসছে ইউরোতে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ অপেক্ষা করছে তার জন্য। তাতে মিলতে পারে আরও বড় পুরস্কারও।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news