আইসিসির র‌্যাঙ্কিংয়ে উন্নতি করলেন মাহমুদউল্লাহ, তাসকিন, তাওহিদ ও মেহেদি 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ের পেছনে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেসার তাসকিন আহমেদ, ডানহাতি ব্যাটার তাওহিদ হোসেন হৃদয় ও অলরাউন্ডার শেখ মেহেদি।

তাতেই বুধবার (৮ মে) এই চার ক্রিকেটারকে সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)।

বল হাতে প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তাসকিন। দ্বিতীয় ম্যাচে ২ এবং তৃতীয় ম্যাচে পেয়েছেন ১ উইকেট। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে এই পেসার আইসিসি টি-টোয়েন্টি বোলারদের নতুন র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৭২, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ।

দারুণ পারফর্ম করে এগিয়েছেন স্পিনার মেহেদী হাসান ও ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। অফ স্পিনার মেহেদী ২ ম্যাচ খেলে কৃপণ বোলিংয়ে ৩ উইকেট শিকার করেন। হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন মেহেদী। ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে। 

ব্যাট হাতে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত সেরা পারফর্মার হৃদয়। ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচে অপরাজিত ছিলেন ৩৩ ও ৩৭ রানে। তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিংয়ে ফিফটি হাঁকান তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো আছেন ৯০ নম্বরে। দুই ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এখন ৮১ নম্বরে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news