ভিসা জটিলতায় দলের সঙ্গে আয়ারল্যান্ড যেতে পারেননি মোহাম্মদ আমির
পাকিস্তান ক্রিকেট দলের সবাই ভিসা পেলেও সমস্যায় পড়েন পেসার মোহাম্মদ আমির। তাই ভিসা জটিলতার কারণে পাকিস্তান দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। আমিরকে রেখেই ডাবলিনের উদ্দেশ্যে দেশ ছাড়ে পাক ক্রিকেটাররা।
সঙ্কট নিরসনে আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আমির কবে নাগাদ ভিসা পাবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সফর সংক্ষিপ্ত হওয়ায় আমিরের এখন সিরিজ খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এর আগে আমির ২০১৮ সালে আয়ারল্যান্ড সফর করেছেন। সেই সিরিজে আইরিশদের উদ্বোধনী টেস্ট ম্যাচে পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া এই পেসার এই বছরই প্রত্যাবর্তন করেছেন। চার বছর পর সম্প্রতি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


