আইপিএলে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাকগার্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক। মঙ্গলবার (৭ মে) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই হাফসেঞ্চুরি করেন তিনি। তার ব্যাট থেকে ৭ চারের সঙ্গে আসে ৩ ছক্কা। এই হাফসেঞ্চুরির মাধ্যমে প্রথমবারের মতো সপ্তম ম্যাচে চতুর্থ ফিফটির রেকর্ড গড়লেন ম্যাকগার্ক।

যার তিনটিই তিনি করলেন ২০ বলের চেয়ে কম খেলে। আইপিএলের ইতিহাসে এমন কীর্তি আর কেউ করেনি। গত ২৭ এপ্রিল সানরাইজার্সের হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৫ বলে ফিফটি করেছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। সাতদিন পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও সমানসংখ্যক বলে হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি।

এবারের আইপিএলের রান সংগ্রাহকদের তালিকায় ২৫ নম্বরে আছেন ফ্রেজার। সাত ম্যাচে ৪৪.১৪ গড় ও ২৩৫.৮৭ স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন এই ২২ বছর বয়সী ক্রিকেটার। ৩০ চারের সঙ্গে ২৬ ছক্কা মেরেছেন এই ব্যাটার।

আইপিএলে এখন পর্যন্ত ২০ বলের চেয়ে কম খেলে হাফসেঞ্চুরির ঘটনা আছে ৪৩টি। তারমধ্যে ১১টিই হয়েছে চলমান মৌসুমে। ২০ বলের চেয়ে কম মোকাবিলায় দুটি করে ফিফটি রয়েছে সাতজনের। তারা হলেন যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, সুনিল নারাইন, নিকোলাস পুরান, ইশান কিশান, ট্রাভিস হেড ও কাইরন পোলার্ড।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রাজস্থানকে ২২২ টার্গেট দেয় দিল্লি। এই ম্যাচে ২০ রানের জয় পেয়েছে তারা। রাজস্থানকে বড় লক্ষ্য দেওয়ার পেছনে বড় অবদান রাখেন দলটির উদীয়মান তারকা ফ্রেজার ম্যাকগার্ক। ব্যক্তিগত মাইলফলক অর্জনের পরপরই রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। 

ম্যাকগার্কের রেকর্ড গড়ার ম্যাচে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে দিল্লি। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে তারা। সমান সংখ্যক পয়েন্ট আছে আরও তিন দলের। তারা হলো চেন্নাই সুপার কিংস, হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। সমান ১৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে কলকাতা নাইট রাইডার্স শীর্ষে ও রাজস্থান দুইয়ে অবস্থান করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news