আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চাই: তাসকিন
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার ভাগ্য হয়নি। তিনি খেলার জন্য দল পেলেও বিসিবির ছাড়পত্র পাননি। এ ক্ষেত্রে মুস্তাফিজ ভিন্ন। তিনি নিয়মিত আইপিএলে খেলেন। এবারও খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। বল হাতে সাফল্যও পেয়েছেন মুস্তাফিজ। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তবে বিসিবির অনুমতির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে হয়েছে তাকে।
মুস্তাফিজ আইপিএলে রান-বন্যা দেখে এসেছেন। যেখানে ২০০ রান করেও নিরাপদে থাকতে পারছেন না আগে ব্যাট করা দলগুলো। বুধবার রাতে লখনউ সুপার জায়েন্টসের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য বিনা উইকেটে ৬২ বল হাতে রেখে তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদ। তথচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে দলীয় সংগ্রহ ১৫০ ছাড়িয়েছে।
আইপিএলের সঙ্গে তুলনায় আসন্ন বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ দল? এমন প্রশ্নে বৃহস্পতিবার তাসকিন আহমেদ বলেন, আইপিএলের কন্ডিশন আর এখানকার কন্ডিশন একটু আলাদা। প্রতিপক্ষও আলাদা।
সেখানে বেশিরভাগ খেলা হাই স্কোরিং হয় এবং উইকেটের ধরণও আলদা। বাংলাদেশে এমন বড় রানের ম্যাচ কমই হয়। জিম্বাবুয়ে যদিও একটু দুর্বল দল তবে আমরা যারা খেলছি, চেষ্টা করছি শতভাগ দিয়ে ম্যাচ জেতার। এরা (জিম্বাবুয়ে) হয়তো আইপিএলের তুলনায় একটু দুর্বল, তবে আমাদের সেরা ক্রিকেট খেলেই জিততে হচ্ছে।
তাসকিন জানান, জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজের আইপিএল থেকে আনা অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে
তাসকিন বলেন, এবার আইপিএলে অনেক ভালো করেছে মুস্তাফিজ। ওকে এখানে আনার কারণ আমার যেটা মনে হয়, দলের পরিকল্পনার অংশ হতে পারে। কয়েকটা দিন বিশ্রাম নিতে পারে। অবশ্যই ওর ভালো আইপিএল কেটেছে এবং সেখান থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে এসেছে। বিশ্বকাপে মুস্তাফিজের আইপিএলের অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


