ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা চার ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিলো বাংলাদেশ। তাই শেষ ও পঞ্চম ম্যাচটি টাইগ্রেসদের জন্য ছিলো শুধুই ব্যবধান কমানোর। কিন্তু সেটিও পারলো না নিগার সুলতানা জ্যোতিরা। এই ম্যাচে ২১ রানে হেরে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রানের পুঁজি পায় ভারত। লক্ষ্য পূরণে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তুলতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৭ রান করেছেন রিতু মণি।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার। ৯ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন সোবহানা। আরেক ওপেনার দিলারা করেন ৮ বলে ৪ রান। তৃতীয় উইকেটে নেমে রুবাইয়া হায়দার ঝিলিক ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ধীর গতির ইনিংস খেলে ফিরেছেন ২১ বলে ২০ রান করে।
চার নম্বরে নেমে দলের হাল ধরতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। ১৪ বলে মাত্র ৭ রান করেছেন তিনি। শেষদিকে রিতু মণি ও শরিফা খাতুন কিছুটা লড়াই করেছেন। তবে তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। রিতু ৩৩ বলে করেছেন ৩৭ রান। আর শরিফা ২১ বলে করেছেন অপরাজিত ২৮ রান।
এর আগে, দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ব্যাটে দারুণ শুরু পায় ভারত। শেফালি ১৪ ও মান্দানা ৩৩ রান করেন। এরপর হেমলতা দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন। এছাড়া ভারতের অধিনায় হারমানপ্রীত কৌর ৩০ ও শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বলে অপরাজিত ২৮ রান করেন রিচা ঘোষ।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। এছাড়া একটি উইকেট পেয়েছেন সুলতানা খাতুন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


