আইপিএলে মাত্র ৫৭ ম্যাচে ১০০০ ছক্কা মেরে গড়লো রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। যা এর আগে টুর্নামেন্টটির ১৭ বছরের ইতিহাসে মাত্র দুইবার ঘটেছিল। আগের ১৬ আসরের মাত্র দুই আসরে এক মৌসুমে ১০০০ বা তার বেশি ছক্কা মেরেছিলেন ব্যাটাররা।

তবে চলমান বছরের আইপিএলে সব থেকে কম বলে ১০০০টি ছক্কা হয়েছে । মাত্র ৫৭তম ম্যাচে হয়েছে এই রেকর্ড।

বুধবার (৯ মে) লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে এই রেকর্ড হয়েছে। ইনিংসের অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পর পর দুটি ছক্কা মারেন ক্রুণাল পাণ্ড্য। দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা। ১৩,০৭৯ বলে ১০০০ ছক্কা হয়েছে এই প্রতিযোগিতায়। আইপিএলের ইতিহাসে কোনো বার এত কম বলে ১০০০ ছক্কা হয়নি।

এর আগে ২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। এত দিন সেটাই ছিল রেকর্ড। তার আগে ২০২২ সালে ১০৬২টি ছক্কা মেরেছিলেন ব্যাটারেরা। ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০টি ছক্কা মারতে। 

এই পরিসংখ্যান থেকে দেখা যায় যত সময় গড়াচ্ছে তত ছক্কার সংখ্যা বাড়ছে। চলতি বছর ধরলে শেষ তিন বারই ১০০০-এর বেশি ছক্কা হয়েছে আইপিএলে। ২০২২ সালে যত গুলি বল লেগেছিল, পরের বছর তা কমেছিল। চলতি বছর তা আরও কমল। এ বার দেখার পালা চলতি বছর এ প্রতিযোগিতা শেষে মোট কত গুলি ছক্কা মারতে পারেন ব্যাটাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news