অবসর নিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটার কলিন মুনরো। মূলত সীমিত ওভারে আগ্রাসী ব্যাটম্যান হিসেবে পরিচিত ছিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের জার্সিতে একটি টেস্ট, ৫৭টি ওয়ানেড ও ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ছিলেন মুনরো। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৪ বলের ফিফটি এখনও কিউইদের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড হয়ে টিকে আছে। মুনরো সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিত ভারতের বিপক্ষে খেলেছেন। সেই সিরিজেও দুটি ফিফটি করেছিলেন তিনি।

সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য খেলার প্রবল ইচ্ছে ছিল তার। প্রকাশ্যে সেটা জানিয়েছিলেন কিছুদিন আগে। দল নির্বাচনে বিবেচনাও করা হয়েছিল তাকে। এ বিষয়ে নিউজিল্যান্ডের কোচ হ্যারি স্টেড জানান, বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে জোর আলোচনাও হয়েছে সভায়। কিন্তু শেষ পর্যন্ত দলে তার জায়গা হয়নি।

এরপরই মুনরো বুঝে যান জাতীয় দলের আর সুযোগ মিলবে না। তিনি বলেন ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলতে পারা সবসময়ই আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। এই জার্সি গায়ে তোলার চেয়ে বেশি গর্ব আর কিছুতে হয়নি আমার। ১২৩ ম্যাচে এটা করতে পেরেছি যা নিয়ে আমি অবিশ্বাস্যরকমের গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন তিনি। 

একমাত্র টেস্টে দুই ইনিংসে তিনি করতে পেরেছিলেন ১৫ রান। ওয়ানডেতে ৮ ফিফটিতে ২৪.৯২ গড়ে করেছেন ১ হাজার ২৭১ রান। তবে তার ব্যাটিংয়ের ধরন ফুটে ওঠে স্ট্রাইক রেটে, ১০৪.৬৯। টি-টোয়েন্টিতে তার পরিসংখ্যান সমৃদ্ধ। ৩ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ৩১.৩৪ গড় ও ১৫৬.৪৪ স্ট্রাইকরেটে ১ হাজার ৭২৪ রান করেছেন তিনি। একসময় মিডিয়াম পেস বোলিংও নিয়মিত করতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি উইকেট আছে তার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news