টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটিতে জিতে সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ করা। সেই মিশনকে সামনে রেখে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি দুই দল।
রোববার (১২ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।খেলা শুরু হবে সকাল ১০ টায়।
এই ম্যাচেও টাইগারদের একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


