জিম্বাবুয়েকে ১৫৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৭ রানের পুঁজি পায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার ( ১২ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫৮ রানের জবাবে ব্যাট করবে জিম্বাবুয়ে। শান্তরা এই ম্যাচে জয় পেলে হোয়াইটওয়াশ হবে সফরকারীরা। কারণ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে দলীয় ১৫ রানে ৩ উইকেট হারানোর পর টাইগারদের বড় স্কোরের আশা দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ধীরগতির ইনিংস খেলে ফিরলেও, অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করেন রিয়াদ। শেষদিকে জাকের আলী অনিকের ঝড়ো ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ পায় স্বাগতিকরা। এই ম্যাচে বড় অবদান রেখেছে মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৪ রান করলেন তিনি। এ ছাড়া শান্ত ৩৬ এবং জাকের আলী ২৪ রান করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


