জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করতে পারলো না বাংলাদেশ
দেশের মাটিতে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সফরকারীদের দাপুটে জয়ে বাংলাওয়াশ করতে পারলো না নাজমুল হোসেন শান্তরা। এই জয়ে ৪-১ ব্যবধানে শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
রোববার (১২ মে) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৭ তুলতে পারে টাইগাররা। জবাবে খেলতে নেমে ৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিকান্দার রাজার দল।
লক্ষ্য পূরণ করতে নেমে শুরুতে দেখেশুনে ব্যাটিং করেন জিম্বাবুয়ের দুই ওপেনার। তবে দলীয় ৩৮ রানে সাকিব আল হাসানের ওপর চড়াও হতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন মারুমানি। এরপর ক্রিজে এসে ব্রেইন বেনেটকে সঙ্গ দেন অধিনায়ক সিকান্দার রাজা। ৩৬ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন বেনেট। তাকে ফেরান সাইফউদ্দিন। ৪৯ বলে ৭০ রান করেন বেনেট।
এরপর বাকি কাজটা সারেন রাজা। তার ৪৬ বলে ৭২ রানের ইনিংসে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রোডেশিয়ানরা। ৮ রানে অপরাজিত ছিলো জোনাথন ক্যাম্পবেল।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ধীরগতির ইনিংস খেলে ফিরলেও, অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করেন রিয়াদ। শেষদিকে জাকের আলী অনিকের ঝড়ো ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ পায় স্বাগতিকরা। মাহমুদউল্লাহ ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করেন। এ ছাড়া শান্ত ৩৬ এবং জাকের আলী ২৪ রান করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


