জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হবে, তারা ভালো ক্রিকেট খেলেছে: অধিনায়ক শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা চার ম্যাচ জেতার পর পঞ্চম ও শেষ ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হেরেও কিছু ইতিবাচক দিক খুজে পেয়েছেন টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ হেরে জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে ভোলেননি তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলণে শান্ত বলেন, আমার কাছে মনে হয় না। যে রান করেছি এই উইকেটে যথেষ্ট ছিল। রাজা এবং বেনেট দারুণ ব্যাটিং করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি। হারের দরকারও ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে। আজ জিততে পারিনি, তারা ভালো ক্রিকেট খেলেছে। সূত্র: কালের কণ্ঠ

এদিকে বাংলাদেশ এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। ঘোষিত দল নিয়ে সেই দল নিয়ে আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে এই সিরিজ থেকে নিজেদের প্রাপ্তির জায়গা জানান শান্ত। 

তিনি বলেন, আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা বলব আমাদের যেসব বিষয় দেখার ছিল (সেগুলো)। ক্লোজ ম্যাচ জিতেছি। একটা ম্যাচে টপ অর্ডার খুব ভালো শুরু এনে দিয়েছে। আজ মিডল অর্ডার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। রিশাদ পুরো সিরিজে ভালো বোলিং করেছে। এভাবে অনেক ইতিবাচক দিকই আছে। আমরা যা যা আশা করেছিলাম, প্রায় তার কাছাকাছি যেতে পেরেছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news