কোপা আমেরিকার আগে মেসি, অ্যাকুনা ও ফার্নান্দেজের ইনজুরিতে চরম বিপদে আর্জেন্টিনা

আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এরই মধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো। তবে বিপাকে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আলবিসেলেস্তেদের দুই তারকার ইনজুরির কারণে বিপদ বেড়েছে। সেই তালিকায় রয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসিও। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এমএলএসের ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। যদিও সেই ইনজুরি নিয়েই পুরো ম্যাচ শেষ করেছেন এলএমটেন। এর আগেও বেশ কয়েকদফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

এ বিষয়ে ইউএসএ টুডে জানিয়েছে, ইন্টার মায়ামির পরের দুই ম্যাচেই হয়তো বিশ্রামে থাকবেন মেসি। আগামী বুধবার তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। আর পরের ম্যাচে খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। এই দুই ম্যাচে নাও দেখা যেতে পারে মেসিকে।

এর আগে চলতি সপ্তাহেই ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের আরেক বড় তারকা মার্কাস আকুনিয়া। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার হয়ে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচটাও শেষ করা হয়নি তার। চলতি মৌসুমে এই ডিফেন্ডার লিগে খেলতে পেরেছেন মোটে ১৯ ম্যাচ। সবমিলিয়ে ইনজুরিতে পড়েছেন ৫ বার। 

এদিকে কুঁচকির ইনজুরির (স্পোর্টস হার্নিয়া) কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে আছেন বিশ্বকাপের উদীয়মান তারকার খেতাব পাওয়া এনজো ফার্নান্দেজ। ছুরি-কাঁচির নিচেও যেতে হয়েছে তাকে। কোপা আমেরিকার আগে এই সমস্যা সারিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, হার্নিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বজয়ী এই আর্জেন্টাইনের শারিরীক ফিটনেস ঠিক হতে মাসখানেক সময় লাগবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news