আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

 ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস। এ ম্যাচে আবাহনীকে উড়িয়ে দিয়েছে কিংস। মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে জয় পায় তারা। এই জয়ে ফেডারেশন কাপের ফাইনালের টিকিট কেটেছে বসুন্ধরা কিংস।

গোপালগঞ্জ আবাহনীর হোম ভেন্যু। সেখানে কয়েক বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের সপ্তম মিনিটে বক্সের মধ্যে ফাঁকা গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি আবাহনীর ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্ণলিয়াস। ১৩তম মিনিট পরই সেই ভুলের খেসারত দিতে হয়েছে। স্টুয়ার্টের চেয়ে একটু জটিল পরিস্থিতিতে বল পেয়েও দুর্দান্ত শটে গোল করে কিংসে এগিয়ে নেন ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো।

এরপর বক্সের মধ্যে থাকা রবসনের উদ্দেশ্যে বল পাঠান রাকিব। রবসন ডিফেন্ডারদের মাঝে জায়গা করে নিয়ে পরাস্ত করেন আবাহনীর গোলরক্ষক সোহেলকে। বিরতির পর আবাহনীকে সেভাবে ম্যাচে পাওয়াই যায়নি। এমন নির্জীব আবাহনীর জালে আরেকবার বল জালে পাঠায় কিংস। ৭০তম মিনিটে বাম প্রান্ত থেকে ক্রসে ডানপাশে বল পান রাকিব। রাকিবের ফিরতি ক্রসে বেশ সহজেই হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডরিয়েল্টন। -

আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে আরেকটি টুর্নামেন্টের ফাইনালে উঠলো কিংস। এই গোপালগঞ্জেই স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে কিংস চ্যাম্পিয়ন হয়েছিল। গত শনিবার ময়মনসিংহে রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত করে কিংস। আর এই ম্যাচে আবাহনীকে হারিয়ে মৌসুমে ট্রেবল জয়ের পথে আবারও মোহামেডানের সামনে কিংস। ২১ মে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালের সূচি ছিল। ওই দিন ময়মনসিংহে উপজেলা নির্বাচন হওয়ায় বাফুফে একদিন পিছিয়ে খেলা ২২ মে নিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news