আলাভেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো রিয়াল মাদ্রিদ

চলতি মৌসুমে লা লিগার শিরোপা নিশ্চিত করার পরও জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২০১৯-২০২০ মৌসুমের পর এই প্রথম নিজেদের মাঠে টানা অপরাজিত থাকলো লস ব্লাঙ্কসরা।

মঙ্গলবার (১৪ মে) রাতে ৩৬তম লিগ ম্যাচে আলাভেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দশম মিনিটে প্রথম গোল করে দলকে লিড এনে দেন জুড বেলিংহাম। ২৭তম মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১) রিয়ালকে ৩-০ ব্যবধানে এগিয়ে  নেন ফেডেরিকো ভালভার্দে।

বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে এসে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ভিনিসিয়ুস। এরপর ৮১তম মিনিটে আলাভেজের জালে শেষবার বল জড়ান আর্দা গুলার। এতে ৫-০ গোলের দারুণ জয় পায় রিয়াল। 

চলতি মৌসুমে ৪ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল। লিগে এটি তাদের ৩৬তম শিরোপা। এরপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে আনচেলত্তির দল। আগামী ১ জনু ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে মাঠে নামবে রিয়াল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news