মেসিবিহীন ম্যাচে অরল্যান্ডোর বিরুদ্ধে গোল শূন্য ড্র ইন্টার মায়ামির

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী  লিওনেল মেসি হাটুর ইনজুরির কারণে মাঠে নামেননি। এলএমটেনকে ছাড়া মায়ামি খেলায় দেখা যায়নি চেনা ধার। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজদের দল।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে অরল্যান্ডো সিটির মাঠে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ১০ মিনিটের মধ্যে আরেকটি গোল করতে ব্যর্থ হন রবার্ট টেলর। সুয়ারেজ-টেলরদের নিশ্চুপ থাকার দিনে প্রতিপক্ষের মাঠে হার এড়িয়েছেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।

ম্যাচের ৩২তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক অরল্যান্ডো। তবে মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডারের দারুণ সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। ডান প্রান্ত দিয়ে ওজেদার গড়ানো শট বাঁ হাত দিয়ে রুখে দেন এই গোলরক্ষক। এরপর বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ না করতে পারায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। 

বিরতির পর বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে কিছুতেই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। দুই নম্বরে আছে সিনসিনাটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৭।মেসিবিহীন ম্যাচে অরল্যান্ডোর বিরুদ্ধে গোল শূন্য ড্র ইন্টার মায়ামির

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী  লিওনেল মেসি হাটুর ইনজুরির কারণে মাঠে নামেননি। এলএমটেনকে ছাড়া মায়ামি খেলায় দেখা যায়নি চেনা ধার। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজদের দল।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে অরল্যান্ডো সিটির মাঠে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ১০ মিনিটের মধ্যে আরেকটি গোল করতে ব্যর্থ হন রবার্ট টেলর। সুয়ারেজ-টেলরদের নিশ্চুপ থাকার দিনে প্রতিপক্ষের মাঠে হার এড়িয়েছেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।

ম্যাচের ৩২তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক অরল্যান্ডো। তবে মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডারের দারুণ সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। ডান প্রান্ত দিয়ে ওজেদার গড়ানো শট বাঁ হাত দিয়ে রুখে দেন এই গোলরক্ষক। এরপর বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ না করতে পারায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। 

বিরতির পর বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে কিছুতেই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। দুই নম্বরে আছে সিনসিনাটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news