আমি মনে করি জাকের বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হবে: হাথুরুসিংহে
জাকের আলি অনিক ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন। টাইগার দলে এসেও দারুণ ছন্দে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি। বিশ্বকাপে জাকের সারপ্রাইজ প্যাকেজ হবেন বলে মনে করেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শনিবার (১৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে টাইগার কোচের ভিডিও প্রকাশ করে। সেখানে জাকেরকে নিয়ে হাথুরুসিংহে বলেন, জাকের দলে নতুন। আমি এখন পর্যন্ত যা দেখছি সে শান্ত প্রকৃতির। তার চারপাশ ঘিরে প্রশান্তি কাজ করে।
হেড কোচ আরো বলেন, যখন সে আসলে চাপের পরিস্থিতিতে থাকে, তখন একজন তরুণ নতুন খেলোয়াড় হিসেবে সে নিজের প্রতি বিশ্বাস করে। মাঠে সে বৈচিত্রতা বজায় রাখতে পারে। সে সত্যিই কঠোর অনুশীলন করে। আমি মনে করি জাকের এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


