পাকিস্তান বিশ্বকাপ জয়ের কাছে গিয়েও জিততে না পারা হতাশাজনক: শাহিন আফ্রিদি
বিগত কয়েকটি বিশ্বকাপ দুর্দান্ত খেলেও শিরোপাবঞ্চিত হয়েছে পাকিস্তান। এবার তারা নিজেদের শিরোপা জয়ের দাবি রাখে। পাকিস্তান দল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিলো। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। শিরোপা জয়ে খুব কাছে গিয়েও পারেনি পাকিস্তান। এবার দলটি বিশ্বকাপ শিরোপা জয়ের খুব কাছে বলে মনে করেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি।
পিসিবির পডকাস্টে তার পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উদাহরণ টেনে বলেন, আপনি কঠোর পরিশ্রম করে ফল পাবেন না এটা সম্ভব না। যেমন পিএসএলে লাহোর কালান্দার্স ছয় বছর পরিশ্রম করেছে। আগের বছরগুলোতে নিচের দিকে শেষ করলেও খেলোয়াড়দের উন্নতির ধারাবাহিক প্রক্রিয়ার সুফল পেয়ে টানা চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানও সেরকম অবস্থায় আছে।
আগের দুই বিশ্বকাপের প্রসঙ্গে টানেন শাহিন। তিনি বলেন, এটা হতাশাজনক যদি আপনি খুব কাছে গিয়েও জিততে না পারেন। দুটি ইভেন্টই বেদনাদায়ক ছিল। প্রথমবার আমরা কষ্ট পেয়েছিলাম, দ্বিতীয়বার আমি মাঠে আসতে চাইলেও চোটের কারণে পারিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি পাকিস্তান। এজন্য বাবর আজমের পরিবর্তে নেতৃত্ব পান শাহিন। তবে শাহিনকে সরিয়ে আবারও বাবরকে নেতৃত্ব দিয়েছে পিসিবি। অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম। নেতৃত্ব হারানোর পর নানান গুঞ্জন থাকলেও শাহিন জানান, দলীয় ঐক্য অটুট আছে, 'ঐক্য বজায় রেখে খেলাটা আমাদের লক্ষ্য। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


