বিশ্বকাপে ক্রিকেটারদের ব্যাটিং পজিশন জানিয়ে দিলেন বিসিবি সভাপতি
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পেছনে প্রভাব পড়েছিল ব্যাটিং পজিশন। অবস্থা এমন দাড়িয়েছিল যে, কে কোন ম্যাচে , কখন, কোথায় ব্যাটিং করবে সেটা আগে ধারণা করা মুশকিল ছিল। এবারো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগাররা দেশ ছাড়ার আগে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। এটা ক্রিকেটে সাধারণ ব্যাপার।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ব্যাটিং অর্ডার পরিবর্তনের আমি কোনো সুযোগই দেখি না। কিভাবে করবে, আমি তো দেখি না।
শনিবার রাজধানীর ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন সেটি পরিস্কার করেন পাপন। তবে সৌম্য সরকার, লিটন কুমার দাস আর তানজিদ হাসান তামিমের মধ্যে ঠিক কোন দুই ওপেনার নিয়মিত খেলবেন সেটি খোলসা করেননি তিনি।
বিসিবি সভাপতি বলেন, ওপেনিংয়ে তিনজনের মধ্যে দুজন খেলবে। কিন্তু কোন দুজন খেলবে এটা আমি এখন বলতে পারছি না। যদি আমরা সাতজন ব্যাটার খেলাই তাহলে তিনে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহিদ হৃদয়, পাঁচে সাকিব আল হাসান, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে জাকের আলি অনিক। এরপর স্পিনার আসবেন একজন। সেটা রিশাদ আসবে নাকি শেখ মেহেদী সেটা আমি জানি না। প্রতিপক্ষ দেখে ঠিক করবে। বাকি তিন পেসার খেলবে। এর মাঝে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়।
বাংলাদেশ দলের কাছে এই বিশ্বকাপে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে তিনি বলেন, ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। আর বিসিবির সভাপতি হিসেবে আশা করি ভালো খেলুক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


