ভিলারিয়ালের বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না রিয়াল মাদ্রিদ

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় ৩৭ তম ম্যাচডে তে ভিলারিয়াল সি এফের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জোড়া গোলের লিড নিয়েও জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার (১৯ মে) রাতে ভিলারিয়ালের মাঠে ৪-৪ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্বাগতিকদের হয়ে একাই চার গোল করার কীর্তি গড়েন নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার সরলোথ।
 
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৪তম মিনিটে আর্দা গুলের গোলে লিড সরকারীরা। ৩০তম মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। কিছুক্ষণ পরই এক গোল শোধ করলেও হাফ টাইমের আগেই আরও দুই গোল হজম করে স্বাগতিকরা। লড়াই জমার আগেই একটি গোল আসে ভাসকেসের পা থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিলারিয়ালের জালে বল জড়ান গুল। ৪-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।
 
বিরতির পর ম্যাচের গল্পটা হয়ে যায় একপেশে। দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ভিয়ারিয়াল। সরলোথের আট মিনিটের ঝড়ে উড়ে যায় লস ব্লাঙ্কোসরা। মাত্র ৮ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচটি। -যমুনা
 
উল্লেখ্য, ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করেছে রিয়াল। শেষ ম্যাচের আগে পয়েন্ট টেবিলের যে সমীকরণ তাতে ইউরোপিয়ান আসরগুলোতে কারা অংশ নেবে লা লিগা থেকে, তা অনেকটা নিশ্চিত। লা লিগার শীর্ষ চার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে থাকে। পঞ্চম স্থানের দলটি ইউরোপা লিগের গ্রুপ স্টেজে জায়গা পাবার সাথে টেবিলের ষষ্ঠ দল খেলতে পারে কনফারেন্স লিগের কোয়ালিফায়ার রাউন্ডে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news