লেভারকুসেনের বিরুদ্ধে লুকম্যানের হ্যাটট্রিকে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা
ইউরোপা লিগ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বায়ার লেভারকুসের বিপক্ষে খেলতে নামে আটালান্টা। বুধবার (২২ মে) রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আদেমোলা লুকম্যানের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ধরাশায়ী হয়েছে লেভারকুসেন। এই নাইজেরিয়ানের পারফরম্যান্সে তাদের ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ছয় দশক পর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা।
অথচ এই লেভারকুসেন সবমিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপিয়ান রেকর্ড গড়েছে। এছাড়া পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জিতেছে বুন্দেসলিগা। শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গ হলো জাভি আলোনসোর শিষ্যদের।
ম্যাচে বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুসেন।
লেভারকুসেনের ছন্নছাড়া রক্ষণকে ফাঁকি দিয়ে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় আটালান্টা। ১২তম ও ২৬তম মিনিটে গোল দুটি করেন লুকম্যান। বিরতির কয়েকবার চেষ্টা করে ম্যাচে ফিরতে পারেনি বায়ার। উল্টো ৭৫তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। শেষ পর্যন্ত তার একক নৈপুণ্যে ভর করেই শিরোপা উৎসবে মাতে আটালান্টা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


