এলপিএলে মুস্তাফিজের আগের মালিক গ্রেপ্তারের পর নতুন মালিকানার সন্ধানে ডাম্বুলা
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) অন্যতম একটি দল ডাম্বুলা থান্ডার্স। যার মালিক ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। বুধবার ফিক্সিয়ের অভিযোগে কলম্বো থেকে তাকে গ্রেফতারের পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এরপর লিগটির আয়োজকরা বলছেন, নতুন মালিকানা ঠিক করার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা। মালিকানার পরিবর্তন হলেও দলটি আগের সূচিতেই লিগে অংশ নেবে বলেও জানানো হয়েছে। এবারের আসরে ডাম্বুলা থান্ডার্স দলটিতে খেলার কথা ছিল বাংলাদেশের জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের।
পুলিশ ও অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দুবাইয়ের উদ্দেশ্যে যেতে উদ্যত তামিমকে ফ্লাইটে চড়ার আগেই কলম্বোর বিমানবন্দরে আটক করে শ্রীলঙ্কার পুলিশের একটি বিশেষ বিভাগ। তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এর পরই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় লঙ্কান ক্রিকেট ও এলপিএলের আয়োজক আইপিজি গ্রুপ। আইপিজি বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরিবর্তনের পরও ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকানার অধীনে অংশ নেবে। আমরা নতুন মালিকানা নিশ্চিত করার চূড়ান্ত পর্যায়ে আছি। যাতে মসৃণ পালাবদল এবং বাধাহীন অংশগ্রহণ নিশ্চিত হয়। -প্রথম আলো
বিশ্বকাপের পর ১ জুলাই শুরু লিগটি চলার কথা ২১ জুলাই পর্যন্ত। পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বো তিনটি স্টেডিয়ামে হবে খেলা। কলম্বো স্ট্রাইকার্স দলে খেলার কথা বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


