নারী লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মোর্শেদা, বড় জয় মোহামেডানের
ঘরোয়া নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে খেলতে নেমে সব রেকর্ড ছাপিয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (২৩ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মোর্শেদা খাতুন ও সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংসে ৫০ ওভার খেলায় ৩৯২ রানের সংগ্রহ দাড় করায় মোহামেডান। নারীদের লিগে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ সংগ্রহ।
শুধু তাই নয়, দলটির ওপেনার মোর্শেদা ১৫৭ বলে ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এতে করে নারীদের ক্রিকেট লিগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ২টি ছক্কা ও ২৩টি চারের মারে। এর আগে নারীদের ক্রিকেটে বিকেএসপির করা ৩২১ রান ছিল সর্বোচ্চ সংগ্রহ। ২০২২-২৩ ক্রিকেট মৌসুমে কেরাণীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে এই রান করেছিল বিকেএসপি।
সেই রেকর্ড টপকাতে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ব্যাটিং করতে নেমে কাশ্মীরি কন্যা জাসিয়া আক্তারের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোর্শেদা খাতুন ও সোবহানা মোস্তারির জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে পাহাড়সম সংগ্রহ দাড় করায় মোহামেডান। জাসিয়া ঝড়ো ব্যাটিংয়ে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে সোবহানা লম্বা শট খেলতে গিয়ে ফারিহা আক্তারের বলে আউট হয়েছেন। গুলশানের হয়ে ফারিহার শিকার তিনটি উইকেট।
৩৯৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে গিয়ে সমান তালে লড়তে পারেনি গুলশান। তৃষ্ণা, রুমানা আহমেদ ও সালমা খাতুনদের বোলিংয়ে দলটি ৪৯.৪ ওভারে ১৪১ রানে থেমেছে। ফলে ২৫১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী মোহামেডান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


