বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবে তাসকিন: বিসিবি

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে অনুশীলনের সময় পেশির ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। এতে করে শঙ্কা জাগে তাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে।

এমনকি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারেননি তিনি। এবার টইগার এই পেসারকে নিয়ে সুখব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে খেলতে পারবেন  আগামী ১ জুন অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে।

শুক্রবার (২৪ মে) বিসিবি তাসকিনের মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর জানিয়েছে, বাংলাদেশের তারকা পেসারের চোট দ্রুতই সেরে যাচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিনের স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পাননি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন তাসকিন।

এর আগে জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চোট গুরুতর না হওয়ায় তাকে সঙ্গী করেই শেষ পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বিসিবি। সেই সঙ্গে জানানো হয়, বিশ্বকাপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তাসকিন। 

সে সময় তাসকিনকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করা হলেও বোর্ড চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারেননি তিনি কবে নাগাদ সুস্থ হবেন। সংশয় ছিল বিশ্বমঞ্চে প্রথম ম্যাচ থেকে তাকে দলে পাওয়া নিয়েও। যার ফলে ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছিল পেসার হাসান মাহমুদকে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news