টাইগার্স ক্যাম্প থেকে ছুটি নিলেন সাইফউদ্দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের দলে কেউ ইনজুরিতে পড়লে বদলি হিসেবে নিতে ছয়জন ক্রিকেটারকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে প্রস্তুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। সেই তালিকায় ছিলো মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। কিন্তু রোববার (২৬ মে) থেকে শুরু হতে যাওয়া টাইগার্স ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন তিনি।
শনিবার (২৫ মে) সাইফউদ্দিনের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেন, দুর্ভাগ্যজনক যে এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে যোগ দিতে পারবেন না। ছুটি চেয়েছেন। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে ( সৈয়দ খালেদ আহমেদ) প্রস্তুত রাখার চেষ্টা করব।
জাতীয় দলের ছায়া দল হিসেবে ভাবা হয় বাংলাদেশ টাইগার্সকে। এই ক্যাম্পের জন্য ২১ সদস্যের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি সাইফউদ্দিনের। যেহেতু টাইগার্স প্রোগ্রাম থেকে ছুটি নিয়েছেন, ২ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের জন্য কি তাহলে তাকে পেত বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে লিপু বলেন, আমি জানিনা। আমরা অবহিতই ছিলাম না। সাধারণত আমাদেরকে অবহিত করা হয়। কেউ যদি আনএভেইলেবল থাকে খেলতে পারে না, তার তরফ থেকে আগে তো জানাবে যে আমি এই সময়টা পরিবারকে দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


