ভিনিসিয়ুস ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না, তার চোখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে

ব্রাজিলিয়ান হিসেবে রিকার্ডো কাকা ২০০৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। এসি মিলানের তিনটি শিরোপা জয়ে (উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ) বড় অবদান রেখে সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন সাবেক এই ব্রাজিলিয়ান। মাঝখানে সংক্ষিপ্ত তালিকায় নেইমারের নাম থাকলেও আর কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি’অর জিততে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়রের সুযোগ আছে ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে এই খরা কাটানোর।

এবারের মৌসুমে রিয়ালের হয়ে দারুণ ছন্দে আছে ভিনিসিয়ুস। এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগার চ্যাম্পিয়ন বানাতেও বড় ভূমিকা রেখেছেন। দলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তুলতেও সাহায্য করেছেন। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম রিয়ালে যোগ দেওয়ার আগে ভিনি বেশির ভাগ ম্যাচ খেলতেন লেফট উইঙ্গার হিসেবে। ইদানীং প্রায়ই তাকে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় দেখা যাচ্ছে। ফলে নিয়মিত গোল পাচ্ছেন তিনি।

বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জিতে ব্রাজিলকে কোপা আমেরিকা শিরোপা জেতাতে পারলে এ বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। তবে ভিনিসিয়ুসের কাছে এ মুহূর্তে ব্যালন ডি’অর নয়, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাই বেশি গুরুত্বপূর্ণ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news