চিকিৎসায় অবহেলা নিয়ে সাফজয়ী কৃষ্ণার  স্ট্যাটাস, কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে 

দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন, চিকিৎসাও চলছে। কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারছেন না বাংলাদেশ নারী ফুটবল দলের সাফজয়ী ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। জাতীয় দলে খেলার মতো যথেষ্ট ফিট না তিনি। এতে করে চীনা তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দলে তাকে রাখেননি ব্রিটিশ কোচ পিটার বার্টলার। 

এরপরই তার চিকিৎসা নিয়ে বাফুফে অবহেলা করছে এমন ইঙ্গিত দিয়ে গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নারী ফুটবলে দেশের অন্যতম সেরা এই স্ট্রাইকার। তবে একদিন পর শুক্রবার কৃষ্ণার এমন অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার। সেই সঙ্গে জানিয়েছেন চিকিৎসার অবহেলা নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় কৃষ্ণা রানিকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে। 

কৃষ্ণা রানী সরকার ফেসবুকে নিজের চোট ও তার চিকিৎসা করানো নিয়ে বাফুফের অবহেলার কথা জানাতে গিয়ে লিখেন, প্রায় দেড় বছর হয়ে গেছে। পা আগের থেকে ভালো, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারিনি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। বাফুফের ফিজিও দিয়ে আমার চিকিৎসা চলছে। 

সবাই জানে ইনজুরিটা অনেক জটিল। ব্যথা নিয়েই প্র্যাকটিস করছি। দেশে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। উনি প্রায় আমাকে অনেক দিন দেখেন, যখন ব্যথা কমছিল না। স্যার বলেছিলেন, অস্ট্রেলিয়া-ভারত গিয়ে চিকিৎসা করাতে। কিন্তু যখন আমি বাফুফেকে জানাই, তারা বলেছিল আর কিছুদিন দেশে ডাক্তার দেখাতে। আমি অনেকদিন তাদের বলেছি ভারতে যাওয়ার কথা। কিন্তু ওনারা আমার কথায় কোনো গুরুত্ব দেননি। এখন পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news